জন্মসাল সংশোধনেরও ক্ষমতা পেলেন ডিসি-ইউএনও
জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদের তথ্য সংশোধনের পুরোপুরি ক্ষমতা দেওয়া হলো জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও)। এর ফলে জন্মসাল সংশোধনেরও সুযোগ পাচ্ছেন তাঁরা। এর আগে জন্মসনদের ক্ষেত্রে জন্মসালের মাস ও দিন সংশোধনের এখতিয়ার ছিল তাঁদের। সাল সংশোধনের প্রয়োজন হলে ভুলের সপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ দিয়ে আবেদন করতে হতো ঢাকায় রেজিস্ট্রার জেনারেলের (জন্ম ও মৃত্যুনিবন্ধন) বরাবর।
১৮ জানুয়ারি এক অফিস আদেশে ডিসি ও ইউএনওর হাতে সনদ সংশোধনের পুরোপুরি ক্ষমতা দেওয়া হয়। নতুন রেজিস্ট্রার জেনারেল মো. যাহিদ হোসেন স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে, জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন, ২০০৪–এর ১৫ ধারা অনুযায়ী দেশের অভ্যন্তরে জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদের তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তি করার জন্য ডিসি ও ইউএনওরা ক্ষমতাপ্রাপ্ত। সনদ প্রদানের ৯০ দিন অতিক্রান্ত হয়েছে এরূপ ক্ষেত্রে আবেদন করা যাবে। তবে আইনের ২০ ধারা অনুযায়ী ডিসির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি রেজিস্ট্রার জেনারেলের কাছে ৩০ দিনের মধ্যে আবেদন করতে পারবেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সংশোধন
- জেলা প্রশাসক
- জন্মসনদ