জাপার নারী আসনে ফের মনোনয়ন পাচ্ছেন শেরিফা কাদের ও সালমা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:৩৮

আগামী ফেব্রুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। এ সংসদে ১১টি আসনের বিপরীতে দুটি আসনে মনোনয়ন দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)। পার্টির একাধিক সূত্রের বরাতে জানা গেছে, সংরক্ষিত দুটি আসন থেকে এবারও মনোনয়ন পেতে যাচ্ছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের ও দলের প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম। একাদশ সংসদে জাপার সংরক্ষিত আসনে তারা দুজন সংসদ সদস্য ছিলেন। অবশ্য সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে অংশ নিয়ে পরাজিত হন দুজনেই।


জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনে জয়ী দল বা জোটগুলোর মধ্যে ৫০টি সংরক্ষিত আসন আনুপাতিক হারে বণ্টন করা হয়। সাধারণভাবে প্রতি ছয়টি আসনের বিপরীতে কোনো দল বা জোট একটি সংরক্ষিত আসন পেয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও