হজ: দুই দফা সময় বাড়িয়েও কোটার অর্ধেক নিবন্ধন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ১০:২৯

বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কোটা রয়েছে; কিন্তু নিবন্ধনের সময় দুই দফা বাড়িয়েও তেমন সাড়া মেলেনি। 


গত ১৮ জানুয়ারি সময় শেষ হলেও নিবন্ধন করেছেন মাত্র ৫৩ হাজার ১৭৩ জন, যাদেরকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে ব্যাংকে বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সেই শর্ত পূরণ করতে গিয়ে নিবন্ধনকারীর সংখ্যা আরও কমতে পারে। 


এ বছর হজের নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না মেলায় সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত, পরে সেই সময় ১৮ জানুয়ারি বাড়ানো হয়েছিল। এরপর আর সময় বাড়ানো হয়নি। 


কোটা পূরণে এখন নতুন করে সময় বাড়ানো হবে কি না, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলছেন না ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও