![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-01%252Fe3243be8-52e1-47e2-b90f-0df098186e22%252FFrMevMwaAAEHlkb.jpg%3Frect%3D0%252C0%252C1536%252C864%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানের সর্বোচ্চ কর্মক্ষমতার রহস্য কী
প্রথম আলো
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪, ১৮:০৪
সকাল যেভাবে শুরু করেন
স্যাম অল্টম্যান দিন শুরু করেন এক কাপ এসপ্রেসো কফি দিয়ে। প্রাণশক্তি ও মনোযোগ ধরে রাখার জন্য দিনে ১৫ ঘণ্টা উপোস থাকেন। সকালে ই-মেইল পড়ার সময় তাঁর সামনে থাকে ফুল-স্পেকট্রাম এলইডি লাইট (এটি সার্কাডিয়ান অপটিকস লাইট থেরাপি ল্যাম্প নামেও পরিচিত)। অল্টম্যান প্রতিদিনের প্রথম কয়েক ঘণ্টা কাজে লাগান মূলত আত্মন্নোয়নের জন্য।
- ট্যাগ:
- লাইফ
- মস্তিষ্কের কর্মক্ষমতা