You have reached your daily news limit

Please log in to continue


লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করলেন রুশ কমিউনিস্টরা

রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে সমবেত হয়ে ১৯১৭ সালে রুশ বিপ্লবের নায়ক লেনিনের মৃত্যু শতবর্ষ পালন করেছেন কমিউনিস্টরা। একসময় তার ছবি সাবেক সোভিয়েত ইউনিয়েনর প্রায় সব জায়গায় থাকত।

তার নাম প্রায় প্রতিদিন উচ্চারিত হতো রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নে। সেই লেনিনের মৃত্যুশতবর্ষ পালনের অনুষ্ঠানে রেড স্কোয়্যারে উপস্থিত ছিলেন কিছু কমিউনিস্ট সদস্য।

রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন, তারা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে সৌভাতৃত্বও গড়ে তুলতে চেয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন