শেয়ারবাজারে সূচকের বড় পতন ঠেকানো হলো নানা উদ্যোগ নিয়ে
দেড় বছর পর বড় ধরনের দরপতন হয়েছে শেয়ারবাজারে। এক দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯৬ পয়েন্ট। যদিও লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে সূচকটি ২১৫ পয়েন্ট কমে যায়। পরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যুক্ত হয়ে এই সূচকের বড় পতন থামান।
শেয়ারবাজারে দামের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস উঠে যাওয়ার প্রথম দিন গতকাল রোববার সূচকের বড় ধরনের উত্থান-পতন ঘটে। দিন শেষে ঢাকার বাজারের প্রধান সূচকটি কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪০ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৮৬ প্রতিষ্ঠানের মধ্যে ২৯৬টিরই দরপতন হয়েছে, দাম বেড়েছে ৫৪টির। আর অপরিবর্তিত ছিল ৩৬টির দাম। যদিও দিনের শুরুতে মাত্র ৩টির দাম বেড়েছিল, কমেছিল ৩০০-এর বেশি শেয়ারের দাম।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ফ্লোর প্রাইসের কারণে বাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের কোনো লেনদেন হয়নি দীর্ঘদিন। তাই ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় দিনের শুরুতে বিনিয়োগকারীদের একটি বড় অংশ শেয়ার বিক্রি শুরু করে। কারণ, দীর্ঘদিন আটকে থাকা তাঁদের পুঁজি ফিরে পেতে তৎপর ছিলেন।