কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪, ১৮:১৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জাতীয় সংসদের বিরোধী দল প্রসঙ্গে বলেছেন, ‘আমরা যতটুকু জানি, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি আছে। ইতোমধ্যে বিরোধী দল হিসেবে তারা নিজেদের দাবি করছে। আমরাও আশা করি, জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’


রবিবার (২১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া মোহিনী মিলস মাঠে রহিমা-আফছার স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।


বিএনপি প্রসঙ্গে এ সময় হানিফ বলেন, ‘এখন বিএনপির রাজনীতি হারিয়ে গেছে। তাদের ভুল সিদ্ধান্ত, ভুল রাজনীতির কারণে বিএনপি জনবিচ্ছিন্ন, রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল। নির্বাচন হয়ে গেছে, সরকার গঠনও হয়েছে। সরকারের কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন তারা হতাশার মধ্যে আছে। এই হতাশার কারণেই তারা মাঝে-মধ্যে প্রলাপ বকছে। তারা এখন প্রলাপের মধ্যেই আছে, আরও কিছুদিন প্রলাপের মধ্যে থাকতে হবে তাদের।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও