অ্যান্ড্রয়েড ফোন থেকেও এক্সে অডিও-ভিডিও কল করা যাবে
খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) বার্তা বা ছবি প্রকাশের পাশাপাশি অডিও-ভিডিও কলও করা যায়। এত দিন শুধু আইফোন ব্যবহারকারীরা এ সুবিধা পেলেও এবার অ্যান্ড্রয়েড ফোন থেকেও এক্সে অডিও-ভিডিও কল করা যাবে। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্তের কার্যক্রম শুরু করেছে এক্স। প্রাথমিকভাবে শুধু অর্থের বিনিময়ে (এক্স প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস) ব্যবহারকারীরা অডিও-ভিডিও কল করতে পারবেন।
নতুন এ সুবিধা চালুর ফলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মতোই বিশ্বের যেকোনো প্রান্তে থাকা এক্স ব্যবহারকারীদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা। অর্থের বিনিময়ে এক্স ব্যবহার না করা ব্যক্তিরা কল করতে পারবেন না। তবে অন্যদের করা কল গ্রহণ করে কথা বলতে পারবেন তাঁরা। উল্লেখ্য, ‘এক্স প্রিমিয়াম’ ও ‘প্রিমিয়াম প্লাস’ ব্যবহারের জন্য প্রতি মাসে ৮ ও ১২ ডলার খরচ করতে হয়। শুধু তা–ই নয়, বিশ্বের সব দেশে এ সুবিধা চালুও করা হয়নি।