![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-01%252F0c4929e4-057d-47ef-acec-52160f424367%252FRAM_MANDIR075532.jpg%3Frect%3D0%252C0%252C1800%252C945%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
বিজেপির ‘রামধুন’ বনাম ‘ইন্ডিয়া’ জোটের ধর্মনিরপেক্ষতা
প্রথম আলো
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ১৮:৩০
গত এক পক্ষকাল যাবৎ ভারতে খবর একটাই, অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। সোমবার, ২২ জানুয়ারি, সেই মাহেন্দ্রক্ষণ।
সেদিন অযোধ্যায় যে রাজসয়ূ যজ্ঞ, বিরোধীরা তা থেকে নিজেদের দূরে রেখেছে। তা সত্ত্বেও এই ‘রামধুন’ই (রামের বন্দনা) হতে চলেছে লোকসভা নির্বাচনের আবহ সংগীত। গত ১০ বছরে কট্টর হিন্দুত্ববাদের মোকাবিলায় বিজেপিবিরোধী শক্তি করে উঠতে পারেনি। এবার তারা আরও অসহায়।