ইরানে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৫
ইরানে ইসরায়েলি বোমা হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) বেশ কয়েকজন সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই বিমান হামলা করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।বোমা হামলার লক্ষ্যস্থান উল্লেখ করে সিরিয়ান আরব বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের রাজধানী শহর দামেস্কের মাজেহ পাড়ায় বোমা হামলা করা হয়েছে।