You have reached your daily news limit

Please log in to continue


শিশুদের মুখে হাসি ফোটাতে স্টেথোস্কোপ ছেড়ে রং-তুলি ধরলেন চিকিৎসকেরা

শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী চিকিৎসকেরা। স্টেথোস্কোপের বদলে হাতে রং-তুলি তুলে নিচ্ছেন তাঁরা। ৭৫ বছর পুরনো পার্ক সার্কাসের ‘ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্‌থ’-এর আধুনিকীকণের জন্য অর্থ সংগ্রহ করতেই শিল্পপ্রদর্শনীর আয়োজন করছেন চিকিৎসকেরা। আগামী ২৭ (শনিবার) ও ২৮ (রবিবার) জানুয়ারি মেনকা সিনেমা হলের কাছে ‘গ্যালারি গোল্ড’-এ দেখা যাবে বিভিন্ন চিকিৎসকের হাতে আঁকা ছবি।

প্রদর্শনীর নাম ‘চিত্রাবলী’। শিল্প প্রদর্শনীতে যোগ দেবেন রামানন্দ বন্দ্যোপাধ্যায়, শুভাপ্রসন্ন ভট্টাচার্য, অরুনিমা চৌধুরী, প্রবাল চাঁদ বরাল, মনোজ মিত্র, চন্দ্র ভট্টাচার্য, অতীন বসাক, ব্রতীন খান, শেখর কর, শেখর রায়, সুব্রত দাস, সুকান্ত দাস, জগন্নাথ পাল, বাগেশ্রী দত্ত, সন্দীপ রায়, তওসিফ হক, কৌশিক রাহা, বিবেক রায়, অমর দাস, শুভঙ্কর সিংহের মতো শিল্পীরা। তাঁদের সঙ্গেই থাকবে চিকিৎসক অমিত বড়ুয়া, ভাস্বতী আচার্য, বি কে মনোচা, দেবযানী গুপ্ত, জয়তী সেনগুপ্ত, পার্থপ্রতিম গুপ্ত, সুমিতা সাহা, সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন