প্রকল্প অর্থায়নের ৪৬৩ মিলিয়ন ডলার ঋণ নিশ্চিত করেছে ইউএমপিএল
ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড (ইউএমপিএল) ২০২৩ সালের ১৩ ডিসেম্বর দীর্ঘমেয়াদি প্রকল্প অর্থায়নের ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ নিশ্চিত করেছে। একই সঙ্গে গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম পর্যায়ের ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয় ৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে ইউএমপিএল। স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড (এসএফএল), ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টস পিএলসি (ইউএইচআরএল) ও নেব্রাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বি.ভির (নেব্রাস) কনসোর্টিয়াম হলো ইউএমপিএল। প্রকল্পের নির্মাণকাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং এটি বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রস্তুত রয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ৬১২ মিলিয়ন মার্কিন ডলার, যাতে অর্থায়ন হচ্ছে ৭৫:২৫ ঋণ: ইক্যুইটি অনুপাতে।