কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেনাপোল কাস্টমসে ৩২৮ কোটি টাকা রাজস্ব ঘাটতি

বাংলা নিউজ ২৪ বেনাপোল স্থল বন্দর প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ১৭:২৯

চলতি অর্থ বছরের গেল ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি হয়েছে ৩২৭ কোটি ৯২ লাখ টাকা। এ সময় আমদানি কমেছে গত অর্থ বছরের চাইতে ১ লাখ ৬৫ হাজার ৩৯০ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য।


এদিকে ব্যবসায়ীরা জানান, বর্তমানে ডলারের দামের ঊর্ধ্বগতিতে কোনো ভাবে নিয়ন্ত্রণে না আসায় আমদানিকারকরা লোকশানের আশঙ্কায় অনেকে বাধ্য হয়ে আমদানি বন্ধ রেখেছে। দ্রুত সংকট না কাটলে বছর শেষে আমদানির পরিমাণ আরও কমে বড় ধরনের রাজস্ব ঘাটতির কবলে পড়তে হতে পারে। তবে এক শ্রেণির ব্যবসায়ীরা মনে করেন দুর্নীতিবাজ কিছু আমদানিকারকরা সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে বিভিন্ন পরিচয়ে শুল্ক ফাঁকিতে অব্যাহত থাকায় গত ১২ থেকে ১৩ বছর ধরে বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি হয়ে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও