ওজন ১১৩৫ কেজি, লম্বায় ৪৩ ফুট! নীল তিমিকেও জড়িয়ে মেরে ফেলতে পারত বিশ্বের দীর্ঘতম সাপ
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ১১:২০
গ্রিন অ্যানাকোন্ডা। ওজন ২৫০ কিলোগ্রামের কাছাকাছি। বর্তমানে বিশ্বের সবচেয়ে ভারী এবং দীর্ঘাকৃতি জীবন্ত সাপের তালিকায় শীর্ষে রয়েছে এটি। এর চেয়ে বেশি ওজনের সাপের দেখা এখনও পর্যন্ত নেই বিজ্ঞানীদের কাছে।
কিন্তু প্রাচীনকালে এমন একটি সাপের অস্তিত্ব ছিল যা গ্রিন অ্যানাকোন্ডার চেয়ে প্রায় সাড়ে চার গুণ ভারী। এমনকি নীল তিমিকেও প্যাঁচে জড়িয়ে মেরে ফেলার ক্ষমতা ছিল সাপটির। এই দীর্ঘাকৃতি সাপটির নাম টাইটানোবোয়া।