![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-01%2F798b80e1-f3fe-4480-992d-45250b9022de%2FHouthi_strikes.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
ফের মার্কিন জাহাজ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেনের হুতিরা ফের যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ট্যাঙ্কার জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার রাতে ট্যাঙ্কারটি লক্ষ্য করে দু’টি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে সেগুলো জাহাজটির কাছাকাছি পানিতে পড়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি, জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইয়েমেনের স্থানীয় সময় রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে।