ঘুরে দাঁড়িয়ে মেদভেদেভের দারুণ জয়
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ১১:০৭
শুরুটা দারুণ করলেন ফিনল্যান্ডের টেনিস তারকা এমিল রুসুভুরি। তবে দানিল মেদভেদেভ ঘুরে দাঁড়ালেন প্রথম দুই সেট হেরে।
অভিজ্ঞতার পাশাপাশি দারুণ লড়াই করে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে কোয়ালিফাইন করলেন তিনি।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ম্যারাথন লড়াইয়ে ৩-৬, ৬-৭ (১-৭), ৬-৪, ৭-৬ (৭-১), ৬-০ গেমে জেতেন রুশ টেনিস তারকা। ম্যাচটির ব্যপ্তি ছিল ৪ ঘণ্টা ২৩ মিনিট। শেষ হয় রাত ৩টা ৩৯ মিনিটে। গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে এর চেয়ে বেশি রাতে শেষ হয়েছে আর কেবল দুটি ম্যাচ।