ফেসবুক স্টোরি নির্দিষ্ট ব্যাক্তিদের কাছে লুকিয়ে রাখবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩১

ফেসবুকে পোস্টের পাশাপাশি স্টোরিও দেওয়া যায়। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার সুবিধা থাকায় ফেসবুকের এই সুবিধা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পাবলিক স্টোরি সবাই দেখতে পারেন ও প্রতিক্রিয়া জানাতে পারেন। অপরদিকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করা স্টোরিগুলো শুধু ফেসবুক বন্ধুরা দেখতে পারেন। কিন্তু অনেকে সময় ফেসবুকের বন্ধু তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখার প্রয়োজন হয়। ফেসবুক স্টোরি নির্দিষ্ট ব্যাক্তিদের কাছে লুকিয়ে রাখার পদ্ধতি দেখে নেওয়া যাক।  


ফেসবুক স্টোরি নির্দিষ্ট ব্যাক্তিদের কাছে লুকিয়ে রাখার জন্য প্রথমে ফেসবুক অ্যাপ থেকে প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে সেটিংস নির্বাচন করতে হবে। এবার স্ক্রল করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশনের নিচে থাকা ‘স্টোরিজ’ ক্লিক করে ‘স্টোরি প্রাইভেসি’ নির্বাচন করতে হবে। এরপর ‘হু ক্যান সি ইউর স্টোরি’ এর নিচে থাকা ‘ফ্রেন্ডস’ অপশনে ক্লিক করে নিচে থাকা ‘হাইড স্টোরি ফ্রম’ নির্বাচন করতে হবে। পরের পৃষ্ঠায় ফেসবুক বন্ধুদের নামের তালিকা দেখা যাবে। প্রয়োজনে সার্চ বারের মাধ্যমেও নির্দিষ্ট ব্যক্তির নাম সার্চ করা যাবে। এবার এক বা একাধিক ব্যক্তির নামের পাশে থাকা বক্স চিহ্নে ট্যাপ করলেই তারা পরবর্তী সময়ে আপনার কোনো ফেসবুক স্টোরি দেখতে পারবেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও