এক সপ্তাহে রিজার্ভ কমলো ১৫ কোটি ডলার
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ১৯:৪৭
ঢাকা: এক সপ্তাহে রিজার্ভ কমলো ১৪ কোটি ৯৯ লাখ ১০ হাজার ডলার। সর্বশেষ রিজার্ভ গিয়ে দাঁড়াল ২০ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার (বিপিএম) বা দুই হাজার ৩ কোটি ৪০ হাজার ৯০ হাজার ডলার।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে এ তথ্য তুলে ধরা হয়েছে। এক সপ্তাহ আগে দেশে নিট রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলার বা দুই হাজার ১৮ কোটি ৪০ লাখ ডলার (বিপিএম৬)। বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল ও অর্থায়নসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৩ বিলিয়ন বা দুই হাজার ৫৪৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলার।