চিড়িয়াখানায় মাঘের শীতে কেমন আছে প্রাণীরা?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ১০:০৩
এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর হিম হাওয়ায় দেশজুড়ে চলা শীতের প্রকোপে জড়সড় রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িখানার প্রাণীরাও।
শীতে চেনা জৌলুস নেই চিড়িখানায়; দর্শনার্থীদের ভিড় নেই, বাদরের বাঁদরামো নেই, বাঘের হুঙ্কারেও সেই তেজ নেই। সবকিছুতেই লাগাম টেনে ধরেছে শীত।
পৌষের শেষ সপ্তাহে থেকে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, বেশ কিছু এলাকায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের, ফলে সবুজে ঘেরা চিড়িয়াখানায় ঠান্ডা যেন একটু বেশিই।
দিনের একসময় রোদ উঠলে খাঁচার কোণ থেকে বেরিয়ে আসে প্রাণীগুলো, উষ্ণতা পেতে শাবকদের নিয়ে গুটিসুটি মেরে শুয়ে-বসে থাকে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তীব্র শীত
- প্রাণি
- চিরিয়াখানা