![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-01%252F7b0f7db1-5666-4b88-8135-e2e5f2b4ff2a%252FFaridpur_DH1292_20240117_1705473869057.jpg%3Frect%3D0%252C113%252C2160%252C1215%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
পাটুরিয়ায় ফেরিডুবির কারণ নিয়ে পাওয়া যাচ্ছে তিন ধরনের ভাষ্য
মানিকগঞ্জের পাটুরিয়ায় ‘রজনীগন্ধা’ ফেরিডুবির কারণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ বলছে, বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।
অন্যদিকে নদীতে ডুবোচরে ধাক্কা খেয়ে ফেরির তলা ফেটে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নৌ পুলিশ। তবে ফেরিতে থাকা প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, ফেরিতে পানি উঠে কাত হয়ে ধীরে ধীরে ফেরিটি তলিয়ে যায়।