কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভরা মৌসুমে চালের দাম বাড়ছে কেন?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪, ১৫:৪৯

মাসখানেক আগে বাজারে আমন ধান আসায় এখন চালের দাম কমার কথা। অথচ বাজারের চিত্র তা বলছে না; এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা।


আকস্মিক মূল্যবৃদ্ধিতে ক্রেতারা বিস্ময় ও ক্ষোভের পাশাপাশি অসহায়ত্বের কথা বলছেন, আর বিক্রি-বাট্টা কমে যাওয়ার কথা জানাচ্ছেন খুচরা দোকানিরা। তারা অসময়ে চালের দাম বেড়ে যাওয়ার জন্য চালকল মালিকদের দুষছেন।


অন্যদিকে চালকল মালিকরা বাজারে ধানের সরবরাহ কমে যাওয়া এবং দাম বেড়ে যাওয়ার কথা বলছেন।


এমন প্রেক্ষাপটে চালের বাজার পরিস্থিতি বুঝতে ঢাকায় চারটি গোপন অভিযানকারী দল নামানোর ঘোষণা দিয়েছে খাদ্য অধিদপ্তর। ঢাকার বাইরে ইতোমধ্যে নওগাঁয় জেলা প্রশাসন অভিযানে নেমে অবৈধভাবে চাল মজুদ করায় এসিআই অটো রাইস মিলকে জরিমানা করেছে।


মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর ও মহাখালীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেক আগে খুচরায় পাইজাম, স্বর্ণাসহ যেসব মোটা চালের দাম কেজিপ্রতি ৪৫ থেকে ৪৬ টাকা ছিল, তা এখন ক্রেতাদের কিনতে হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও