
দুগিনের তত্ত্ব: গাজা ইস্যুতে মুসলিম বিশ্ব কি ঘুরে দাঁড়াবে?
সৌদি আরবের রাজধানী রিয়াদের রিজ-কার্লটন হোটেলে (এই হোটেলেই ২০১৭ সালে ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের নির্দেশে রাজপরিবারের অনেক প্রভাবশালী ধনকুবের সদস্যদের দুর্নীতির অভিযোগে আটক করে রাখা হয়েছিল) গত বছরের ১৪ নভেম্বর ৫৭টি আরব ও মুসলিম দেশের নেতারা একটি সম্মেলনে বসেছিলেন।
সম্মেলনটির নাম ‘জয়েন্ট আরব ইসলামিক এক্সট্রা-অর্ডিনারি সামিট’। না বললেও চলে, বিশ্বের অন্যতম বিলাসবহুল এই হোটেলের পরিবেশ ছিল জমকালো। আলোচকদের সামনে ছিল বিশাল বিশাল ফুলের তোড়া। মাথার ওপর চকচকে ঝাড়বাতি। ছিল নানা দেশের হাজার পদের খাবারের রাজকীয় ভোজের আয়োজন।
- ট্যাগ:
- মতামত
- ইসরায়েল
- ইসরায়েলি সেনা
- ইসরায়েলি তাণ্ডব