শুরুতেই ‘বৈকল্যে’র জটিলতায় ট্রেনের সিসি ক্যামেরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রেললাইন কেটে ফেলা, ট্রেনে আগুন দেওয়াসহ নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় নারী-শিশুসহ অনেক মানুষের প্রাণহানি ঘটে। ট্রেনযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কমে যায় রেলপথে যাত্রীর সংখ্যা। এ অবস্থায় ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল লাইনে পাহারা বসানো এবং ট্রেনে আগুন লাগানো দুর্বৃত্তদের চিহ্নিত করতে ট্রেনের ভেতরে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। পাঁচটি ট্রেনে এরই মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেনে লাগানো হবে এই ক্যামেরা।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে কিছু ট্রেনে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এটি পাইলটিং-এর মতো করে চলছে। পুরো কার্যক্রম দেখভাল শেষে যে ব্যবস্থা কার্যকর হবে সেটি স্থায়ীভাবে করার চিন্তাভাবনা রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সহিংসতা
- সিসি টিভি
- সহিংসতা আইন