ডুয়ার্সে, গোলমরিচবাগানে
প্রথম আলো
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪, ২০:২৯
লাটাগুড়ির হোটেল ম্যানেজার বলেছিলেন, গরুমারা অভয়ারণ্য তো দেখবেনই, লাভা ও রিশপ থেকে পারলে কাঞ্চনজঙ্ঘাটাও দেখে নেবেন। আরও ভালো লাগবে এখানকার চা–বাগান, কফিবাগান এবং রাবারবাগান।
ডুয়ার্সে গরুমারা অভয়ারণ্য দেখে পরদিন সকালেই তাই টাটার চা–বাগান দেখতে বেরিয়ে পড়ি। ১ হাজার ১০০ একরজুড়ে বিশাল চা–বাগান। পাশেই দেয়ালঘেরা চা উৎপাদনের কারখানা। চা–বাগানে স্থানীয় তরুণ দীপক বর্মণ পুঁইশাকের বিচির মতো কয়েকটি ফল আমার হাতে তুলে দিয়ে বললেন, ‘দেখুন তো চেনেন কি না?’
ঘুরিয়ে–ফিরিয়ে দেখে হার মানলাম। বললাম, ‘না।’
- ট্যাগ:
- লাইফ
- ভ্রমণ
- ভ্রমণ
- ভ্রমণ ব্যয়