পৃথিবীর বায়ুমণ্ডলেই সমাপ্তি হচ্ছে মুন ল্যান্ডার পেরেগ্রিনের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৫১
সম্ভবত পৃথিবীর বুকেই ফিরে আসবে নাসার মুন ল্যান্ডার পেরেগ্রিন, যেখান থেকে পথচলা শুরু করেছিল মহাকাশযানটি।
উৎক্ষেপণের পরপরই যান্ত্রিক গোলযোগের মতো প্রতিকূল অভিজ্ঞতার মুখে পড়েছে দুর্ভাগা মহাকাশযানটি। আর মহাকাশযানটির প্রোপালশন সিস্টেমে ফুটা ধরা পড়ার পর থেকেই এর জ্বালানী খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে।
এ সপ্তাহে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা আপডেটে ল্যান্ডারটির নির্মাতা কোম্পানি অ্যাস্টরোবটিক লিখেছে, সম্ভবত পৃথিবীর বায়ুমণ্ডলেই ধ্বংস হয়ে যাবে এটি। এ ছাড়া, ল্যান্ডারের ভাগ্য নিয়ে আলোচনার জন্য ১৮ জানুয়ারি পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টায় নাসার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনাও করছে কোম্পানিটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চাঁদে মহাকাশযান
- বায়ুমণ্ডল