প্রেমে পড়েছেন? যে স্বভাবগুলো দেখলে সতর্ক হবেন
প্রেমে পড়ার অনুভূতি সুন্দর। সবকিছুই তখন রঙিন লাগে চোখে। তাই যার প্রেমে পড়লেন, তার অনেককিছুই তখন আপনার চোখে পড়বে না। পড়লেও সেগুলো নিয়ে ভাবার আপনার সময় থাকবে না। কারণ আপনি তখন তার প্রেমে পড়ে গেছেন। কিন্তু একটা সময় গিয়ে এসব নিয়ে ভুগতে হবে আপনাকেই। কারণ হুটহাট প্রেমে পড়ে সম্পর্ক শুরু করে দিলে অনেক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যার প্রেমে পড়েছেন, একটু ধৈর্য ধরে তার কিছু স্বভাবও খেয়াল করে দেখতে হবে। যদি সেগুলো তার ভেতরে থাকে, তবে সেই সম্পর্কে না এগোনেই ভালো। চলুন জেনে নেওয়া যাক কোন স্বভাবগুলো দেখলে সতর্ক হবেন-
১. ইগো
এটি এমন জিনিস যা সম্পর্ককে খারাপ করতে যথেষ্ট। এ ধরনের মানুষকে দেখতে স্মার্ট ও আত্মবিশ্বাসী লাগলেও খেয়াল করে দেখলে ভুলটা বুঝতে পারবেন। এ ধরনের মানুষেরা সব সময় নিজেকে সঠিক প্রমাণ করতে ব্যস্ত থাকবে, এমনকী ভুল হলেও। নিজের ভুল স্বীকার করতে জানে না। যদিওবা ভুল ধরা পড়ে তবে তর্কের বিষয়বস্তুই পাল্টে দেয়।
২. অতিরিক্ত কেয়ারিং
শুরুর দিকে এই স্বভাব আপনার বেশ ভালোই লাগবে। আপনার সবকিছুতেই সে কেয়ারিং করছে এটি আপনাকে আনন্দ দেবে। কিন্তু ধীরে ধীরে আপনি অতিষ্ঠ হতে শুরু করবেন। কারণ আপনার সবকিছুই সে তার মতো করে নিয়ন্ত্রণ করতে চাইবে। একটা সময় সে আপনাকে সন্দেহও করতে শুরু করতে পারে। আপনার তখন দমবদ্ধ লাগতে শুরু করবে। তাই আগেভাগেই সতর্ক হোন।
- ট্যাগ:
- লাইফ
- আচরণ
- সঙ্গী
- প্রেমের সম্পর্ক