কর্মী ছাঁটাইয়ে অভিনব ফন্দি
চীনের একটি প্রতিষ্ঠান সম্প্রতি তাদের কিছু কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়। তাই বলে সরাসরি চিঠি দিয়ে বিদায় দেওয়া হয়নি তাঁদের। এর বদলে প্রতিষ্ঠানটি বেছে নিয়েছে অভিনব এক কৌশল। ফলে অনেক কর্মী বাধ্য হয়েই চাকরি থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। আবার এই ফন্দিতে প্রতিষ্ঠানটিকে কোনো ক্ষতিপূরণের অর্থও গুনতে হয়নি।
আলোচনায় আসা ওই বিজ্ঞাপন প্রতিষ্ঠানটি চীনের শানসি প্রদেশের। প্রতিষ্ঠানটির চ্যাং নামে সাবেক এক কর্মীর মুখে জানা গেছে পুরো ঘটনা। তাঁদের নাকি হঠাৎ একদিন জানিয়ে দেওয়া হয়, প্রতিষ্ঠানের কার্যালয় সরিয়ে নেওয়া হয়েছে কুইনলিং পর্বতমালায়। এলাকাটি খুবই দুর্গম। শহর থেকে সেখানে যেতে সময় লাগে দুই ঘণ্টা। যাতায়াতের জন্য গাড়িও পাওয়া যায় না।
- ট্যাগ:
- জটিল
- কর্মী ছাঁটাই
- অভিনব পন্থা