চীনা বিদ্যুৎ–চালিত গাড়ি নিয়ে তদন্ত শুরু ইউরোপীয় ইউনিয়নের
ইউরোপীয় ইউনিয়ন চীনের বিদ্যুৎ-চালিত গাড়ি নির্মাতা কোম্পানির বিরুদ্ধে তদন্ত করবে। ইউরোপের বিদ্যুৎ-চালিত গাড়ি নির্মাতাদের সুরক্ষা দিতে চীনের গাড়িতে শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে কি না, তা খতিয়ে দেখতে ইউরোপীয় কমিশন এ তদন্ত কার্যক্রম হাতে নিচ্ছে। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনটি সূত্র রয়টার্সকে এ খবর জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের তদন্তকারীরা চীনের কোম্পানি বিওয়াইডি, গিলি ও সাইকের কার্যালয় সফর করবে। কিন্তু অন্যান্য দেশের যেসব ব্র্যান্ড চীনে গাড়ি উৎপাদন করছে, যেমন টেসলা, রেনো ও বিএমডব্লিউ, তাদের কার্যালয় সফর করবে না ইউরোপীয় কমিশনের তদন্তকারী কর্মকর্তারা।
গত অক্টোবর মাসে এ কর্মসূচি শুরু হয়েছে। এ নিরীক্ষা চলবে আগামী ১৩ মাস। এর লক্ষ্য হচ্ছে, চীনের গাড়ি কোম্পানিগুলো সরকারের অন্যায্য ভর্তুকি পেয়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকছে কি না, তা খতিয়ে দেখা। চীন ইউরোপীয় ইউনিয়নের এই তদন্তকে সুরক্ষাবাদী অবস্থান হিসেবে আখ্যা দিয়েছে। যথারীতি এ তদন্তের কারণে চীনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।