‘নিস্তেজ’ হয়ে পড়া আন্দোলনে গতি আনার পথ খুঁজছে বিএনপি

প্রথম আলো প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫৮

‘নিস্তেজ’ হয়ে পড়া সরকারবিরোধী আন্দোলন আবার চাঙা করার পরিকল্পনা করছে বিএনপি। তবে নতুন করে কীভাবে আন্দোলনের শুরু হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। এখন দলের নীতিনির্ধারণী নেতারা আন্দোলনের কর্মকৌশল নিয়ে ভাবছেন। একই সঙ্গে তাঁরা রাজনৈতিক মিত্রদের সঙ্গেও কথা বলছেন। 


আড়াই মাস পর বিএনপির নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার তালা ভেঙে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকেন। গতকাল শুক্রবার কার্যালয়ে নেতা-কর্মীদের সেভাবে দেখা যায়নি। তবে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা গতকাল কার্যালয়ে বসেছেন, সংবাদ সম্মেলন করেছেন। জেলা কার্যালয়গুলোও খোলা শুরু হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়টি মামলায় জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও