বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে বড় হুমকি এখন কৃত্রিম বুদ্ধিমত্তাসৃষ্ট ভুল তথ্য
বণিক বার্তা
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:০১
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সৃষ্ট ভুল তথ্য বৈশ্বিক অর্থনীতির জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সর্বশেষ গ্লোবাল রিস্কস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে চাটজিপিটিসহ অন্যান্য এআই প্রযুক্তির অগ্রগতির কারণে বর্তমানে ঝুঁকি আরো বেড়েছে। খবর এপি।
সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক শীর্ষ সম্মেলনের আগে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। আগামী সপ্তাহে দাভোসের সম্মেলনে এআই খাতের পক্ষ থেকে ওপেনএআই সিইও স্যাম আল্টম্যান, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ও মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। প্রায় ১ হাজার ৫০০ এআই বিশেষজ্ঞ,শিল্প নেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে করা জরিপের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।