শীতে খোসপাঁচড়া কেন বেশি হয়? জেনে নিন করণীয়

প্রথম আলো প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ১৫:৫৫

খোসপাঁচড়া বা স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে একটি চর্মরোগ। এটি একধরনের কীটের মাধ্যমে হয়ে থাকে। এ কীট ঠান্ডা আবহাওয়ায় বেশি দিন বেঁচে থাকতে পারে বলে গ্রীষ্মের তুলনায় শীত মৌসুমে খোসপাঁচড়ার প্রকোপ বেশি দেখা যায়।


খোসপাঁচড়ার প্রাথমিক ও অতি পরিচিত লক্ষণ হচ্ছে চুলকানি। বিশেষ করে রাতে চুলকানি বেড়ে যায়। এ ছাড়া লাল ক্ষুদ্র ফুসকুড়ি দেখা দিতে পারে। হাত-পায়ের আঙুলের মাঝখানে, চামড়া, ঊরু বা যৌনাঙ্গের ত্বকের ভাঁজে, কবজি বা হাঁটুর বাঁকানো স্থানে, কোমর বা স্তনের চারপাশের জায়গায় এসব ফুসকুড়ি দেখা দিতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও