ইয়েমেনে ফের হামলা যুক্তরাষ্ট্রের

বিডি নিউজ ২৪ ইয়েমেন প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ১১:০৪

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোকে রক্ষা করার অঙ্গীকার করার পর ইয়েমেনের হুতি বাহিনীর বিরুদ্ধে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।


যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইরান সমর্থিত হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় প্রায় ৩০টি হামলা চালানোর পরদিন শনিবার শুধু যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালায়, রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।


তাদের মধ্যে এক কর্মকর্তা জানান, এবার হুতিদের একটি রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই স্থাপনাটি লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোর জন্য হুমকি হয়ে ছিল বলে জানা গেছে।


রয়টার্স জানিয়েছে, ওই দুই মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা বললেও বিস্তারিত আর কিছু জানাননি। লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধ করতে মার্কিন সামরিক বাহিনীর নেওয়া পদক্ষেপে ইয়েমেনের রাডার অবকাঠামোগুলো মূল লক্ষ্যস্থল হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও