![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/pak-20240112110938.jpg)
সিরিজ খেলতে প্রস্তুত হচ্ছে ভারত-পাকিস্তান!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪, ১৫:০৯
রাজনৈতিক উত্তেজনার কারণে দীর্ঘ ১১ বছর ধরে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সবশেষ ২০১২-১৩ মৌসুমে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত। এরপর থেকে শুধু আইসিসি ও উপমহাদেশের আয়োজিত টুর্নামেন্টগুলোতে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
একই সীমানা শেয়ার করা দু্ই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার কারণে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারেনি দুই দেশের বোর্ড। তবে এরইমধ্যে এক চমকপ্রদ মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।