আরো কনটেন্টে নিষেধাজ্ঞা আরোপ করছে মেটা
বণিক বার্তা
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪, ১৩:৫২
কিশোরদের সুরক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা ক্রমাগত চাপ প্রয়োগ করছে। এর পরিপ্রেক্ষিতে এবার কিশোরদের কাছ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামের আরো কনটেন্ট আড়ালের উদ্যোগ নিয়েছে মেটা। সম্প্রতি এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।
নতুন উদ্যোগের অংশ হিসেবে কিশোরদের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আরো নিয়ন্ত্রণমূলক কনটেন্ট কন্ট্রোল সেটিংসের আওতায় নিয়ে আসা হবে। এক ব্লগপোস্টে মেটা জানায়, অ্যাপ ছাড়াও ইনস্টাগ্রামে অতিরিক্ত সার্চ-সংক্রান্ত টার্মও কমিয়ে আনা হবে। এর মাধ্যমে কিশোর ব্যবহারকারীরা চাইলেও আত্মহত্যা, নিজের ক্ষতি করা থেকে শুরু করে খাদ্যাভ্যাসে সমস্যা তৈরি করে এমন কনটেন্ট থেকে দূরে রাখা হবে। ইনস্টাগ্রামের সার্চ অ্যান্ড এক্সপ্লোর ফিচার ব্যবহারের ক্ষেত্রে এ নিয়ন্ত্রণ করা হবে বলে মেটা সূত্রে জানা গেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে