ইয়েমেনে সংঘাত এড়ানোর আহ্বান সৌদি আরবের
প্রথম আলো
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪, ১৩:৩৪
সংঘাত এড়ানো ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানিয়েছে দেশটি।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তারা গভীর উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্প্রতি কয়েক মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরব গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ, এই নৌপথে অবাধ বাণিজ্যের স্বাধীনতা আন্তর্জাতিক দাবি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুদ্ধ ও সংঘাত
- এড়িয়ে চলা