আত্মহত্যার সিদ্ধান্ত পাল্টে যেভাবে ঘুরে দাঁড়ান এ আর রহমান
২০২৩ সালের অন্যতম বিতর্কিত বিষয় ছিল কাজী নজরুলের গান ‘কারার ঐ লৌহ কপাট’। যে গানটি নতুনভাবে সুর দিয়ে তৈরি করেছিলেন সুরকার এ আর রহমান। ‘পিপ্পা’ সিনেমায় ব্যবহৃত এই গান প্রকাশ্যে আসার পর নজরুল ভক্তদের তোপের মুখে পড়েন তিনি।
পাশাপাশি তার দিকে প্রশ্ন তোলেন নজরুল পরিবারের একাংশ। সেই বিতর্কের পর সেভাবে এ আর রহমানকে দেখেননি অনুরাগীরা। কোথাও কোনো মন্তব্যও করেননি তিনি। তবে নতুন বছরে শোনা গেল তার মন্তব্য। না, তবে এবারেও সেই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি’র ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন গায়ক।
তাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে উঠে আসে অনেক ধরনের বিষয়। সেখানেই গায়ক জানান তার মা শিখিয়েছিলেন, কীভাবে জীবনের ব্যর্থতার সম্মুখীন হতে হয়। অন্ধকার সময়, নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসা যায়। জীবনে একটা সময় নানা ধরনের উল্টোপাল্টা খেয়াল আসত তার মাথায়।
- ট্যাগ:
- বিনোদন
- আত্মহত্যার প্রবণতা
- এ আর রহমান