একটা ভাষাকে বাঁচানোর লড়াই

বিডি নিউজ ২৪ আলীকদম প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪, ১১:০৮

বান্দরবানে বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য ভাষা’ বাঁচাতে ম্রো জনগোষ্ঠীর শিশু-কিশোর ও বয়স্কদের নিয়ে শুরু হয়েছে ভাষাশিক্ষা কার্যক্রম।


আলীকদম উপজেলার সদর ইউনিয়নের তৈন মৌজায় দুর্গম ক্রাংসি পাড়ায় ‘রেংমিটচ্য ভাষা পরিবারে’ এক সদস্যের বাড়িতে ১ ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়।


‘রেংমিটচ্য ভাষা শিক্ষার’ উদ্যোক্তা ও ম্রো ভাষার লেখক ইয়াঙান ম্রো বলেন, “শিশু-কিশোর ও মধ্য বয়স্ক মিলে মোট ৩৫ জন ম্রো ও রেংমিটচ্য ভাষা শিক্ষার্থী এই শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে। শুরুতে ২১ জন ছিল। এখন ৩৫ জন শিক্ষার্থী হয়ে গেছে।


প্রত্যেক সন্ধ্যায় একজন রেংমিটচ্য ভাষা পরিবারের বাড়িতে চলছে এই কার্যক্রম। শিক্ষক হিসেবে রয়েছেন রেংমিটচ্য ভাষীর মাংপু ম্রো ছেলে সিংরাও ম্রো। গত বছর রেংমিটচ্য ভাষা শব্দভান্ডার নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। মূলত এই বই থেকে তাদের ভাষা শিক্ষা পড়ানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও