ব্রুনাইয়ের সুলতানের ছেলের বিয়ে, উৎসব চলবে দশদিন

ঢাকা পোষ্ট ব্রুনাই প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪, ১৬:১৯

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রনাইয়ের সুলতান হাসনাল বলকিয়াহর দশম সন্তান প্রিন্স আবদুল মতিন ইবনে হাসনাল বলকিয়াহর বিয়ে উদযাপন উপলক্ষে ১০ দিন উৎসবের ঘোষণা দিয়েছে দেশটির রাজকীয় প্রশাসন।


পোলো খেলোয়াড় হিসেবে বিখ্যাত ৩২ বছর বয়সী প্রিন্স আবদুল মতিনকে তার পিতা সুলতান হাসনাল বলকিয়াহর উত্তরসূরী বলেও বিবেচনা করা হয়। ইয়াং মুলিয়া আনিশা রোসনাহ (২৯) নামের যে তরুণীর সঙ্গে প্রিন্সের বিয়ে হচ্ছে— তিনি কোনো রাজপরিবারের সদস্য না হলেও ব্রুনাইয়ের অভিজাত গোষ্ঠীর প্রতিনিধি। তার পিতামহ সুলতান হাসনাল বলকিয়াহর অন্যতম উপদেষ্টা।


বৃহস্পতিবার ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের বৃহত্তম মসজিদ ওমর আলী সাইফুদ্দিনে তাদের বিয়ে হয়। ওমর আলি সাইফুদ্দিন মসজিদটির গম্বুজ স্বর্ণের পাত দিয়ে মোড়ানো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও