ল্যাবএইডের সাড়ে ৬ কোটি টাকার ভ্যাট ফাঁকি
বিভিন্ন সেবার ওপর প্রযোজ্য ৬ কোটি ৭৪ লাখ টাকা মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকি দিয়েছে বেসরকারি ডায়াগনস্টিক ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ল্যাবএইড লিমিটেড। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সেবা গ্রহণের বিপরীতে ওই ভ্যাট ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের গোয়েন্দা অডিটে এসব তথ্য উঠে এসেছে।
যদিও ভ্যাট ফাঁকির বিষয়টি মেনে নিয়ে কয়েকটি ধাপে ইতোমধ্যে প্রকৃত ভ্যাট ও সুদবাবদ ৫ কোটি ৮১ লাখ টাকা পরিশোধ করেছে ল্যাবএইড। কিন্তু এখনও ফাঁকিকৃত ভ্যাটের ৯৩ লাখ ১ হাজার ৮১ টাকা পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। যে কারণে ল্যাবএইড লিমিটেডে সম্প্রতি আবারও চিঠি দিয়েছে এনবিআরের ঢাকা (পশ্চিম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস।