কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাহির হুঁশিয়ারি, ডলি সায়ন্তনীর চ্যালেঞ্জ

প্রথম আলো প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ২০:২৮

নির্বাচন নিয়ে সরব ছিলেন তারকা প্রার্থীরা। কেউ দলীয় মনোনয়ন পেলেও বেশ কয়েকজন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নির্বাচন উপলক্ষে প্রচারণায় সাড়া ফেললেও শেষ মুহূর্তে তাঁরা ভোটে হেরে যান। এরপর এসব তারকা কেউ কেউ ফিরেছেন গানে। কেউ নিজের মতো করেই দিন কাটাচ্ছেন। কেউ কর্মীদের সঙ্গে নিয়ে পথচলার ঘোষণা দিয়েছেন। এই তারকাদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী মমতাজ বেগম, ডলি সায়ন্তনী, চিত্রনায়িকা মাহিয়া। এই তারকারা কেউ গণমাধ্যমে কথা না বললেও ফেসবুকে সরব রয়েছেন।


নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচনের দিন ভোট থেকে সরে দাঁড়ান গায়িকা ডলি সায়ন্তনী। সে সময় তিনি নির্বাচনী এলাকা পাবনা-২–এর সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের কথা বলে আমি মা, বোন, ভাই—সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছিলাম। গ্রামবাসী আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি।’ পরে তিনি নির্বাচন থেকে আবেদন করে নিজেকে সরিয়ে নেন। ফেসবুক লাইভে এসে নিজের ও ভবিষ্যৎ প্রসঙ্গে নতুন খবর জানান, তিনি কখনোই কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু এখন থেকে তিনি রাজনীতিতে নিয়মিত হতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও