![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/01/10/89cc05df056278551675ac97d74ed661-659e8740ce466.jpg)
প্রথমবারের মতো ৭৮০ যাত্রী নিয়ে কক্সবাজারে পৌঁছাল ‘পর্যটক এক্সপ্রেস’
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ১৮:৪৫
পর্যটন শহর কক্সবাজারে ৭৮০ যাত্রী নিয়ে প্রথম পৌঁছাল ‘পর্যটক এক্সপ্রেস’। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে আন্তনগর ট্রেনটি কক্সবাজার আইকনিক রেল স্টেশনে পৌঁছায়। ঢাকা-কক্সবাজার রুটে নতুন যুক্ত হওয়া এটি দ্বিতীয় আন্তনগর ট্রেন।
ট্রেনটি বুধবার ভোর ৬টা ১৫ মিনিটে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করেছে বলে জানান কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী। তিনি বলেন, এই ট্রেনটি রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।