ভোটের হার নিয়ে সন্দেহ, প্রশ্ন

প্রথম আলো প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৪, ১৪:০৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ার হার নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। কেউ কেউ নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া ভোটের হারকে বিস্ময়কর বলে উল্লেখ করছেন। 


নির্বাচন কমিশন সর্বশেষ গতকাল সোমবার ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়ার তথ্য দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গতকাল সাংবাদিকদের বলেছেন, ভোটের হার নিয়ে কারও সন্দেহ থাকলে চ্যালেঞ্জ জানাতে পারেন। 


ভোট গ্রহণ চলার সময় গত রোববার তিন দফা ভোটের শতকরা হার ঘোষণা করেছিল ইসি। সেই হিসাব অনুযায়ী, দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত গড়ে সাড়ে ১৮ শতাংশ ভোট পড়ে। এরপর বেলা তিনটা পর্যন্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়ার কথা জানিয়েছিল ইসি। তখন বলা হয়েছে, সব জায়গার হিসাব পাওয়া যায়নি। ভোটের হারে কিছু হেরফের হতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও