নির্বাচনের বছরে প্রবৃদ্ধির বাড়া-কমা, অতীত কী বলে
কোনো দেশের জাতীয় নির্বাচনের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওঠা-নামার কতটা সম্পর্ক রয়েছে, তা জানার ও বোঝার প্রচেষ্টা অনেক দিনের। এই সম্পর্ক বা যোগসূত্র কতটা জোরদার হয় বা বাস্তবে কতটা বজায় থাকে, তা অবশ্য এককথায় বলা কঠিন।
অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকেরা এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম গবেষণা করেছেন। এর মধ্য দিয়ে পলিটিক্যাল বিজনেস সাইকেল বা রাজনৈতিক বাণিজ্য চক্রের তত্ত্ব বা ধারণার উদ্ভব হয়েছে।
অর্থনীতি শাস্ত্রে বাণিজ্য চক্র বলতে বোঝায় নিয়মিত বিরতিতে প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো তথা উৎপাদন, কর্মসংস্থান, আয় ও বিক্রয়ের উত্থান ও পতন। সহজভাবে বললে অর্থনীতি চাঙা অবস্থা থেকে মন্দায় পতিত হয়, আবার তা ঘুরেও দাঁড়ায়। এভাবে যে চক্র আবর্তিত হয়, তা–ই বাণিজ্য চক্র বা বিজনেস সাইকেল।
আর রাজনৈতিক বাণিজ্য চক্রকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সংজ্ঞায়িত করেছে ‘বাইরে থেকে রাজনীতিকদের হস্তক্ষেপের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডের উত্থান-পতন’ হিসেবে।