![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-01%252Fb338dbed-9281-487c-b870-34ae8269f595%252FBomb_polio.jpg%3Frect%3D0%252C355%252C3400%252C1913%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
পাকিস্তানে বোমা হামলায় পোলিও সুরক্ষা দলের ৫ পুলিশ নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আজ সোমবার এক বোমা হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় তাঁরা নিযুক্ত ছিলেন। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
বোমা হামলার ঘটনাটি ঘটে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর জেলার মামুন্দ এলাকায়। এলাকাটি আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ১৪ কিলোমিটার (৯ মাইল) দূরে অবস্থিত।