নির্বাচনের পরেও বিএনপির দুই দিনের গণসংযোগ কর্মসূচি
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ১৯:১৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেও দুই দিনের ‘গণসংযোগ’ কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ সোমবার গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
মঈন খান বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। এরই ধারাবাহিকতায় পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগামীকাল (মঙ্গলবার) ও পরদিন (বুধবার) গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখা হবে। এ সময় রাজপথে, হাটে, মাঠে, ঘাটে মানুষের কাছে যাব, কথা বলব, তাদের কাছে প্রচারপত্র বিতরণ করা হবে।’
এর আগে লিখিত বক্তব্যে মঈন খান বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে গণ রায় দিয়েছে, শেখ হাসিনার পদত্যাগের বিকল্প নেই। সুতরাং অবিলম্বে ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’ বাতিল করতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে