চুল বেশি পড়তে পারে শীতকালে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ১৬:০৬

শীতকালে কেবল ত্বক আর ঠোঁট নয় চুলেও শুষ্কতার সমস্যা দেখা দেয়।


এই সময় চুল স্বাভাবিকের তুলনায় অনেকটা শুষ্ক, রুক্ষ হয়ে থাকে। আর খুশকি, চুল পড়া, আগা-ফাটা ইত্যাদি সমস্যা দেখা দেয়।


কারণ


শীতকালে চুল বেশি পড়ার কারণ যেমন অনেক তেমনি ব্যক্তি ভেদে এসব প্রভাব একভাবে পড়ে না।


শুষ্ক মাথার ত্বক: ঠাণ্ডা বাতাস শুষ্ক হয়। আর ঘরে থাকা তাপীয় যন্ত্র আর্দ্রতা হ্রাস করে।  


এই বিষয়ে হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের চুল ও ত্বক বিশেষজ্ঞ ডা. যতিন মিত্তাল বলেন, “এতে মাথার ত্বক শুষ্ক হয়ে যায় এবং চুলকানি ও খসখসে ভাবের সৃষ্টি হয়।”


শুষ্ক মাথার ত্বক চুলের ফলিকল দুর্বল করে ফেলে। ফলে চুল পড়া বৃদ্ধি পায়, বলে জানান এই বিশেষজ্ঞ।


আর্দ্রতার অভাব: ঘরে হিটারের ব্যবস্থা থাকলে, সেটা বাতাসের আর্দ্রতা শুষে নেয়। আবার গরম পানিতে গোসল করার ফলেও চুল ও মাথার ত্বক শুষ্ক হয়। আর্দ্রতার অভাবে চুলে ভঙ্গুর ও আগা ফাটার সমস্যা দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও