গাজার ৬০০ রোগী-স্বাস্থ্যকর্মী কোথায় আছেন জানে না কেউ
অবরুদ্ধ গাজা উপত্যকার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টার বেশি সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯৯ জন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার আল আকসা হাসপাতালের ৬০০ রোগী এবং স্বাস্থ্যকর্মীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে তা কেউ জানে না।
মধ্যপ্রাচ্যে সফরের অংশ হিসেবে বর্তমানে কাতারে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেনছেন, গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে যা কিছু দরবার সবকিছু করার বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবেন।