১৮ হেভিওয়েট প্রার্থী এবার ধরাশায়ী
যুগান্তর
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫
বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে চলে ভোটগ্রহণ।এরপর গণনা শেষে প্রাপ্ত ফলাফলে রাজনীতির মাঠে নানা কারণে আলোচনায় থাকা অন্তত ১৮ জন হেভিওয়েট প্রার্থী ধরাশায়ী হয়েছেন এবার।
রোববার ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, রাজশাহীর-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার কাছে হেরে গেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। যিনি একাদশ সংসদের সংসদ সদস্য।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নৌকার প্রার্থী অনুপম শাহজাহানের কাছে হেরেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
- ট্যাগ:
- রাজনীতি
- জাতীয় নির্বাচন
- নির্বাচনে পরাজয়
- হেভিওয়েট প্রার্থী
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
- মসিউর রহমান রাঙ্গা
- মমতাজ বেগম
- ফজলে হোসেন বাদশা
- আনোয়ার হোসেন মঞ্জু
- ড. আবদুস সোবহান গোলাপ
- শমসের মবিন চৌধুরী
- মাহবুব আলী
- স্বপন ভট্টাচার্য্য
- ধীরেন্দ্র দেবনাথ শমভু
- মোহাম্মদ রুস্তম আলী ফরাজী
- মৃনাল কান্তি দাস
- অসীম কুমার উকিল
- আবু সাঈদ
- বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী