![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/01/07/36f0fefb52ddb300262b8be0474db5c2-659a417765336.jpg)
মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা
মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান আজকের পত্রিকাকে জানান, নিহত মো. জিল্লুর রহমান ঢাকায় থাকতেন। তিনি ভোট দিতে মুন্সিগঞ্জে গিয়েছিলেন। তিনি একাধিক মামলার আসামি।