ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা তুলে ধরার তাগিদ সিইসির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৩২

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের স্বচ্ছতা ও দৃশ্যমানতা তুলে ধরতে সংবাদসাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।


সংবাদমাধ্যম এই ভূমিকা পালন করলে মানুষের মধ্যে ভোট নিয়ে কোনো ধরনের অনস্থা থাকলে সেটি ‘কেটে যাবে’ বলেও মনে করেন সিইসি।


রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শান্তিনগর হাবীব উল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আহ্বান জানান সিইসি।


পরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় সিইসি বলেন, “ভালো লাগছে। সবার সহযোগিতায় পাঁচ বছর পর পর এ সংসদ নির্বাচনটা সম্পন্ন হয়। গণমাধ্যমকে অনুরোধ করবো- ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। কারণ, ভোট নিয়ে যদি মানুষের কোনো অনাস্থা থাকে সে অনাস্থাটা যেন ক্রমআন্বয়ে কেটে যায়। এ প্রত্যাশা ব্যক্ত করি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও